কেশবপুরে নামাজে সেজদারত অবস্থায় মুসল্লির মৃত্যু

0
167


স্টাফ রিপোর্টার
কেশবপুরে মাগরিবের নামাজ পড়ার সময় সেজদারত অবস্থায় এক মুসল্লির মৃত্যু হয়েছে। জানা গেছে, উপজেলার গৌরিঘোনা ইউনিয়নের বুড়–লি গ্রামের সালাম হালদারের ছেলে ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম শেখ (৬২) বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) বিকালে ডুমুরিয়া উপজেলার চুকনগর বাজারে জরুরি কাজের জন্য যান। কাজের মধ্যে স্থানীয় ডাকবাংলো জামে মসজিদের মোয়াজ্জিম মাগরিবের আজান দেন। এই আজান শুনে মুসল্লি ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম মসজিদে নামাজ পড়তে যান। এখানে মাগরিবের নামাজ পড়া অবস্থায় দ্বিতীয় রাকাতে সেজদারত অবস্থায় তার মৃত্যু হয়। মুসল্লির মৃত্যুতে মসজিদে উপস্থিত মুসল্লিদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

Comment using Facebook