কেশবপুরের ভদ্রা নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

0
102


স্টাফ রিপোর্টার
কেশবপুর-ডুমুরিয়ার সীমান্তবর্তী এলাকা চুকনগর বাজার সংলগ্ন হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের উদ্যোগে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ভদ্রা নদীতে গ্রাম বাংলার হারিয়ে যেতে বসা নৌকা বাইচ বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুপুর থেকে পড়ন্ত বেলা পর্যন্ত চলে এ প্রতিযোগিতা। পড়ন্ত বিকেলে একরাশ জলরাশিতে বর্ণিল এই নৌকাবাইচ দেখতে নদীর দু‘পাড়ে ভিড় জমায় হাজার হাজার নারী পুরুষ। এ নৌকাবাইচে বিভিন্ন জেলা থেকে ৬ টি পানসি নৌকা প্রতিযোগিতায় অংশ নেয়। এর মধ্যে চুকনগর এলাকার মোস্তাফিজুর রহমান টিটুর ‘রিয়া’ নামক পানসি নৌকাটি প্রথম স্থান, শফিকুল ইসলাম গাজীর পঙ্খীরাজ ২য় এবং সামাদ গাজীর তুফান নৌকাটি ৩য় স্থান অধিকার করে। চুকনগর ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে, বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। সভায় সভাপতিত্ব করেন চুকনগর বাজার হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি ইউপি সদস্য মোঃ আলাউদ্দিন মালী। নৌকা বাইচ প্রতিযোগীতার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন আটলিয়া ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দীন। উপস্থিত ছিলেন, আওয়ামী‘লীগ নেতা অধ্যাপক জিএম ফারুক হোসেন প্রমুখ।

Comment using Facebook