ফুলবাড়ীগেট (খুলনা) সংবাদদাতা
খুলনার খানজাহান আলী থানার মশিয়ালী গ্রামের জিহাদ হত্যা মামলার ১নং আসামী একই এলাকার লুৎফর শেখ এর ছেলে মিটুল শেখ আলিম জুটমিলস গেট এর সামনে জাকারিয়ার রেলওয়ে লিজকৃত জমি অবৈধ দখল করেছে।
ভুক্তভোগী জাকারিয়া জানান, ২০২০ সালের ১৬ জুলাই প্রতিপক্ষের হামলায় আমার চাচাত ভাই মশিয়ালী গ্রামের জিহাদ শেখ নিহত হয় এবং আমাদের বাড়ী-ঘর ভাংচুর ও লুটপাটসহ অগ্নি সংয়োগ করা হয়। ষড়য়ন্ত্রমুলকভাবে আমাদের গুলিতে তারা মারা গেছে বলে প্রচার করে এবং আমার পরিবারের ২২ জনের নামে মিথ্যা মামলা দায়ের করে।
এ মামলায় আমারা কয়েকজন পুলিশের কাছে আটক হই। এই সুয়োগে উক্ত মিটুল শেখ আমার রেলওয়ে লিজকৃত জায়গা দখল করে নেয়। পরবর্তিতে গত বছরের ১২ ডিসেম্বর আমরা জেল থেকে জামিনে আসার পর দেখতে পাই জিহাদ হত্যা মামলার ১নং আসামী মিটুল শেখ আমার রেলওয়ে লিজকৃত জমি অবৈধ দখল করে দোকান ঘর তুলেছে।
এব্যাপারে মৌখিকভাবে পিবিআই এর কর্মকর্তাদের নিকট জানালে পিবিআই এর পুলিশ পরিদর্শক এ কে এম মাহফুজুল হক সরেজমিনে এসে দেখেন এবং সত্যতা পান। ভুক্তভোগী জাকারিয়া জায়গাটির দখলমুক্ত করার জন্য প্রশাসনসহ সংস্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।