স্টাফ রিপোর্টার
অভয়নগরে অভিযান পরিচালনা করে সেই অবৈধ ইউনিক ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারসহ ৪ প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে এ অভিযান পরিচালনা করে এসব প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেন যশোর জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক রাসেল।
অভয়নগরের অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিকের অবৈধ কার্যক্রম নিয়ে গত মঙ্গলবার কয়েকটি খবর প্রকাশিত হয় দক্ষিণবঙ্গের পাঠকপ্রিয় পত্রিকা দৈনিক নওয়াপাড়ায়। এরই প্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় বৈধ কাগজপত্র না থাকার অভিযোগে ইউনিক ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার, আঃ মুকিত বিশ্বাস (প্রাঃ) হাসপাতাল, ল্যাব ওয়েভ মেডিকেল সেন্টার, নওয়াপাড়া সার্জিক্যাল ক্লিনিকের চক্ষু অপারেশন থিয়েটার সাময়িক বন্ধ ঘোষণা করা হয়।
অবৈধ নিবন্ধনহীন এসব ডায়াগনস্টিক ও ক্লিনিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহনের ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে অভয়নগরবাসী। এসময় অবৈধ ডায়াগনস্টিক-ক্লিনিকের বিরুদ্ধে নিয়মিত খবর প্রকাশ করায় দৈনিক নওয়াপাড়াকে ধন্যবাদ জানান অনেক পাঠক-গ্রাহক। আক্তারুজ্জামান নামে একজন রোগী জানান, দৈনিক নওয়াপাড়ায় খবর প্রকাশ না হলে জানতে পারতাম না যে চাকচিক্যের আড়ালে অবৈধভাবে নিবন্ধনহীন এসব ডায়াগনস্টিক সেন্টার তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক অপর একজন ভুক্তভোগী জানান, শুধু ডায়াগনস্টিক-ক্লিনিক বন্ধ করলে হবেনা সাথে সাথে ডাক্তারদের টেস্ট বানিজ্যও বন্ধ করতে হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দালালমুক্ত করতে হবে। অন্যথায় সাধারণ মানুষ প্রকৃত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হবে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. ওয়াহিদুজ্জামান, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা, রেহেনেওয়াজ, প্রশাসনিক কর্মকর্তা আরিফুজ্জামান। পরে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কক্ষে সাংবাদিকদের সাথে এক মতবিনিময়ে মিলিত হন ডেপুটি সিভিল সার্জন নাজমুস সাদিক রাসেল, উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. ওয়াহিদুজ্জামান, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. রেহেনেওয়াজ, প্রশাসনিক কর্মকর্তা আরিফুজ্জামান, দৈনিক নওয়াপাড়ার নির্বাহী সম্পাদক ও নওয়াপাড়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এম মফিজুর রহমান দপ্তরী, স্টাফ রিপোর্টার তাওহীদ হাসান উসামা ও ফটো সাংবাদিক আনিস শিকদারসহ অনেকে।