যশোর অফিস
যশোরে বিএনপির দলীয় কার্যালয় থেকে বার্মিজ চাকুসহ তিন কিশোরকে আটক করেছে পুলিশ। এসময় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আটক কিশোররা কিশোর গ্যাংয়ের সদস্য জানিয়েছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সন্ধা ৬টার দিকে তাদের আটক করা হয়।আটককৃতরা হলো, যশোর শহরের পুলেরহাট গ্রামের মৃত আব্দুর রবের ছেলে কোরবান আলী (১৬), একই গ্রামের আকতারুজ্জানের ছেলে রাফি ও মন্ডলগাতি গ্রামের হাসান সরদারের ছেলে রাকিব সরদার।
যশোর কোতয়ালী থানার পুলিশ জানায়,বিএনপির অনুষ্ঠানে এলোমেলোভাবে চলাচল করছিলো কোরবান,রাফি ও রাকিব। এ সময় পুলিশের সন্দেহ হলে তাদের দেহ তল্লাশী করে বার্মিজ চাকু পাওয়া যায়। তাদের আটক করে থানায় নেয়া হয়েছে।#
যশোরে বার্মিজ চাকুসহ তিন কিশোর আটক
Comment using Facebook