পড়াশোনা নিয়ে দাদির বকা : ছাত্রীর আত্মহত্যা

0
132


ঢাকা অফিস
রাজধানীর শনির আখড়ায় মোছা. মিম আক্তার (১২) নামের এক পঞ্চম শ্রেণির শিক্ষার্থী কীটনাশক পান করে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। গত বুধবার রাত ৮টার দিকে শনির আখড়ার বোয়ালবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। মিমের মায়ের দাবি, পড়ালেখা নিয়ে দাদির বকাঝকায় অভিমান করে আত্মহত্যা করেছে সে। মিমের মা আসমা বেগম বলেন, আমি চারদিন ধরে বাসায় ছিলাম না। গত রাতে জানতে পারি, ওর দাদি জাহানারা বেগম ওকে পড়াশোনার জন্য বকাবকি করেন। এতে অভিমান করে আমার মেয়ে বাসায় থাকা তেলাপোকা মারার কীটনাশক পান করে। প্রথমে ওকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি ঘটলে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ঢামেক চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Comment using Facebook