শার্শায় বিদেশী মদসহ ৩ ভারতীয় নাগরিক আটক

0
189


জয়নাল আবেদীন, বাগআঁচড়া (যশোর)
যশোরের শার্শায় ২০ বোতল বিদেশী মদসহ ৩ ভারতীয় নাগরিককে আটক করেছে শার্শা থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার (১সেপ্টেম্বর) সকালে উপজেলার কামারবাড়ী মোড় থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন ভারতের উত্তর ২৪ পরগঁনা জেলার বনগাও এলাকার তপন দাশের ছেলে উত্তম দাশ (২৮), উত্তম দাশের স্ত্রী পূজা শাওন (২৪) ও অসিম বিশ্বাসের স্ত্রী অর্চনা বিশ্বাস (৫১)। পুলিশ জানায়, শার্শা থানায় কর্মরত এস আই সুমন সরকার সংগীয় ফোর্সসহ কামারবাড়ী মোড়ে চেকপোস্টে ডিউটি করা কালীন সময়ে ১ টি ইজিবাইক হতে সন্দেহ তিন যাত্রীকে তল্লাশী করেন। এসময় তাদের ব্যাগ থেকে ২০ (বিশ) বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। শার্শা থানার অফিসার ইনচার্জ মামুন খান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের নামে মামলা দিয়ে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

Comment using Facebook