খুলনা ব্যুরো
খুলনা বিভাগীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। নিরালা পুলিশ ফাঁড়িতে কর্মরত মৃত মোঃ রবিউল ইসলামের (কং/৫৭৩৩) বাড়ী সাতক্ষীরার কালিগঞ্জের মোরেজপুরের মৃত আশরাফুল ইসলামের ছেলে। বুধবার (০২ ফেব্রুয়ারি) সাড়ে ১১টার দিকে মৃত্যু হয় তার।
খুলনার সদর থানার সেকেন্ড অফিসার এস আই টিপু সুলতান জানান, সকালে পেটের ব্যথায় আক্রান্ত হলে খুলনা বিভাগীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের বরাত তিনি আরও জানান, পেটে গ্যাস পাম্প করায় ভিতরের নাড়ী ফেটে মৃত্যু হয়েছে তার।