কালিয়ায় শিক্ষকের বাড়িতে অভিনব ডাকাতি সংঘটিত!

0
139


কালিয়া (নড়াইল) সংবাদদাতা
নড়াইলের কালিয়ার পল্লীতে অভিনব এক ডাকাতি সংঘটিত হয়েছে। বুধবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে কালিয়া উপজেলাধীন যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র বিশ্বাসের উত্তর খড়রিয়া গ্রামস্থ বাড়িতে এ ডাকাতি সংঘটিত হয়েছে বলে অভিযোগ পাওয়া গছে। ডাকাতরা ওই বাড়ি থেকে বিভিন্ন স্বর্ণলংকার ও নগদ টাকাসহ প্রায় চার লক্ষাধিক টাকা লুট করে নিয়ে নির্বিঘেœ পালিয়ে গেছে।
পুলিশ ও ভুক্তভোগী ওই শিক্ষক সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার সময় চারজনের একদল মুখোশধারী ডাকাত শিক্ষক নারায়ণ চন্দ্র বিশ্বাসের দ্বিতলবিশিষ্ট পাকা বাড়িতে হানা দেয়। হানা দিয়ে তারা বাড়ির পেছনের দিকের ছোট একটি গেটের গ্রিলের ভেতর থেকে লাগানো তালা কৌশলে খুলে ঘরে প্রবেশ করে ওই শিক্ষক ও তার স্ত্রী উত্তর খড়রিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রত্না রানী বিশ্বাসকে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের হাত পা বেঁধে ফেলে। ওই সময় ডাকাতরা শিক্ষক হিসেবে সম্মান দিয়ে তাদের নিকট থেকে ড্রয়ারের চাবি চেয়ে নিয়ে কানের দুল, আংটি, হাতের রুলি ও শাখাসহ প্রায় চার ভরি স্বর্ণলংকার এবং আনুমানিক নগদ ৬০ হাজার টাকাসহ প্রায় ৪ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে আনুমানিক রাত তিনটার দিকে পেছনের দরজা দিয়ে ঘর থেকে নির্বিঘেœ বের হয়ে যায়। তবে, বিদ্যালয়ের শিক্ষাথীসহ অফিসিয়াল তথ্য থাকতে পারে বিবেচনা করে ডাকাতরা ওই দু’জন শিক্ষকের কাছে থাকা ৩টি মোবাইল রেখে যান বলে শিক্ষক নারায়ণ চন্দ্র বিশ্বাস জানিয়েছেন। এ ঘটনার ঘন্টাখানিক পর প্রতিবেশিরা জানতে পেরে ঘটনাস্থলে এসে ডাকাতির ঘটনা জানতে পারেন। খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল ও স্থানীয় পেড়লী পুলিশ ক্যাম্পের সেকেন্ড ইনচার্জ এএসআই গোলাম নবী সঙ্গীয় ফোর্সসহ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

Comment using Facebook