বিনোদন ডেস্ক
বলিউড অভিনেতা সালমান খান মুম্বাইয়ে তাঁর বোন অর্পিতা খানের বাড়িতে গণেশ চতুর্থী উদযাপন করার সময় আরতি পরিবেশন করেছেন। গত বুধবার সন্ধ্যায় নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পূজা উদযাপনের একটি ভিডিও শেয়ার করেন সালমান। অনুষ্ঠানে সালমান একটি সাদা শার্ট ও নীল ডেনিম এবং কালো জুতা পরেছিলেন। ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি সালমানকে পূজার থালি (প্লেট) দেন। সালমান একটি শিশুর দিকে ইঙ্গিত করেছিলেন যেন সে তাঁর সঙ্গে যোগ দেয়। ছেলেটি মাথা নাড়লে সালমান হেসে আরতি করতে থাকেন। এ ছাড়া অর্পিতার বাড়ির পূজার অনুষ্ঠানে রিতেশ দেশমুখ ও জেনেলিয়া দম্পতি, ক্যাটরিনা কাইফসহ অনেক নামকরা তারকারা উপস্থিত ছিলেন। এদিকে বলিউড বাদশা শাহরুখ খানও প্রতিবছরের মতো গণপতি (গণেশ দেবতা) ঘরে এনেছেন এবং বেশ ঘটা করেই পূজার আয়োজন করেছেন।
গণেশপূজা করে আলোচনায় সালমান-শাহরুখ
Comment using Facebook