বাঘারপাড়ায় ৩৫ বস্তা টিএসপি সারসহ একজন আটক

0
81

বাঘারপাড়া (যশোর)
যশোরের বাঘারপাড়ায় ৩৫ বস্তা টিএসপি (ট্রিপল সুপার ফসফেট) সার আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার নারিকেলবাড়িয়া বাজার থেকে এলাকাবাসী ভটভটি (স্যালো ইঞ্জিনচালিত যান) বোঝাই ওই সার আটক করেন। অন্যত্র বিক্রির উদ্দেশ্যে ওই সার নিয়ে যাওয়া হচ্ছিল। কালোবাজারির মাধ্যমে সার অন্যত্র বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার অভিযোগে বুধবার দুপুরে বাঘারপাড়া থানায় মামলা হয়েছে। উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল করিম বাদী হয়ে মামলাটি করেন। মামলায় খুচরা সার ব্যবসায়ী (সাব ডিলার) উজ্জ্বল সাহা (৩৫) এবং ভটভটিচালক আবু হানিফাকে (৩২) আসামী করা হয়েছে। পুলিশ আবু হানিফাকে গ্রেপ্তার করেছে। উজ্জ্বল সাহা বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়িয়া গ্রামের কালা সহার ছেলে এবং আবু হানিফা একই উপজেলার আগড়া গ্রামের সাহাদত মোল্যার ছেলে। এলাকাবাসীদের কয়েকজন জানান, গতকাল মঙ্গলবার রাতে আবু হানিফা উপজেলার নারিকেলবাড়িয়া বাজারের উজ্জ্বল সাহার গুদাম থেকে বিএডিসির আমদানি করা ৩২ বস্তা এবং বাংলাদেশে উৎপাদিত তিন বস্তা টিএসপি সার তাঁর ভটভটিতে করে অন্যত্র নিয়ে যাচ্ছিলেন। রাত ১১টার দিকে ভটভটিটি বাজারের বাবলু কুমার সাহার আড়তের সামনে পৌঁছায়। এসময় এলাকাবাসী ভটভটিটি আটক করেন। এরপর তাঁরা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা কৃষি কর্মকর্তাকে জানান। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান রাত সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে যান। এ সময় তিনি সার বোঝাই ভটভটি থানায় নিয়ে যাওয়ায় নির্দেশ দেন। পরে পুলিশ ভটভটিটি থানায় নিয়ে যায়। এ সময় পুলিশ ভটভটিচালক আবু হানিফাকে আটক করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান বলেন, ‘অন্যত্র বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় ৩৫ বস্তা টিএসপি সার জব্দ করা হয়েছে। তাঁরা সারের কোনো চালান দেখাতে পারেননি। ওই সার ব্যবসায়ীর (সাব ডিলার) লাইসেন্স বাতিলের জন্য চিঠি দেওয়া হয়েছে।’ বাঘারপাডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন বলেন, ‘সার জব্দের ব্যাপারে মামলা হয়েছে। আসামী আবু হানিফাকে গ্রেপ্তার করা হয়েছে।’ বুধবার আসামীকে আদালতে পাঠানো হয়েছে।

Comment using Facebook