ফুলবাড়ীগেট (খুলনা) সংবাদদাতা
খুলনার খালিশপুর শিল্পাঞ্চলের প্লাটিনাম জুবিলী জুট মিলের মজুরি বিভাগের বিভাগীয় প্রধান মোঃ শফিকুল আলম ভূইয়া’র রুহের মাগফেরাত কামনায় ২ ফেব্রুয়ারী বেলা ১১টায় খালিশপুর ১১নং ওয়ার্ড কমিশনার কার্য়ালয়ের সামনে রাষ্ট্রায়ত্ব পাটকল অবসরপ্রাপ্ত কর্মচারী-কর্মকর্তা সমন্বয় পরিষদ খুলনা-য়শোর অঞ্চলের উদ্যোগে এক শোক সভা ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ তোফায়েল আহম্মেদ। বক্তৃতা করেন পরিষদের আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর হোসেন, সদস্য সচিব এসএম জাকির হোসেন, মঞ্জুরুল করিম, আব্দুল ওহাব, আবু জাফর, মোঃ আঃ মতিন হাওলাদার, মোঃ শফিকুল ইসলাম, বাবু, ১১নং ওয়ার্ড কাউন্সিলর বীরমুক্তিয়োদ্ধা মোঃ ওদুদ মুন্সি, আব্দুল আজিজ, নজরুল ইসলাম, আব্দুল হাকিম, আব্দুল ওহাব, শেখ আব্দুল জব্বার, মোঃ গোলাম মোস্তফা , মোঃ আবুল হোসেন, প্রশান্ত চক্রবর্তি, মোশারফ হোসেন, মোজাফফার হোসেন গাজী, মোঃ আসাদুজ্জামান, মোঃ ইউনুসুর রহমান প্রমুখ।