বাঘারপাড়া সংবাদাতা
যারা সেদিন বাংলাদেশের স্বাধীনতাকে মেনে নিতে পারেনি, তারাই বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারন করে আমাদের কাজ করে যেতে হবে। তিনি বলেন, বঙ্গবন্ধু স্বপ্ন দেখতেন সোনার বাংলা গড়ার।তাঁর সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন শেখ হাসিনা। রনজিৎ রায় বলেন, আওয়ামীলীগ নেতার নয়, কর্মীর দল। নির্যাতন নিপিড়ন সহ্য করে আওয়ামীলীগের নেতাকর্মীরা দল ছেড়ে যায়নি বলেই আজ আওয়ামীলীগ ঘুরে দাঁড়িয়েছে। তিনি বলেন, বিএনপির এখন পায়ের তলায় মাটি নেই। জামাত-বিএনপির সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে। এক্ষেত্রে হতে হবে ঐক্যবদ্ধ। বুধবার (৩১আগস্ট) যশোরের বাঘারপাড়া উপজেলার ধলগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এদিন বিকেলে বীর প্রতীক ইসহাক মহাবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত শোক সভায় সভাপতিত্ব করেন, ধলগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সুভাষ দেবনাথ অভিরাম। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি আতিয়ার রহমান সরদার, পৌর আওয়ামী লীগের আহবায়ক ও পৌর মেয়র কামরুজ্জামান বাচ্চু, সাবেক জেলা আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ আজগর আলী, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক অরুন অধিকারী, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার খন্দকার শহিদুল্লাহ, নারিকেল বাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বাবলু সাহা, জামদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম তিব্বত, উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক মিজানুর রহমান, সাবেক দপ্তর সম্পাদক শচীন্দ্রনাথ বিশ্বাস, দোহাকুলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ছরোয়ার, বন্দবিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ ডাকু, আওয়ামীলীগ নেতা আব্দুর রাজ্জাক রাজা, ঈমান আলী মিনা, সাইফুজ্জামান চৌধুরী ভোলা, দরাজহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আয়ুব হোসেন বাবলু, সাবেক যুবলীগ নেতা শরিফুল ইসলাম, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক কামরুজ্জামান লিটন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমুল ইসলাম নান্নু প্রমুখ। শোকসভা পরিচালনা করেন, ধলগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মাস্টার মাহফুজুর রহমান।
ক্যাপশন : যশোরের বাঘারপাড়া উপজেলার ধলগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর-৪ আসনের এমপি রনজিৎ রায়