বেনাপোল সংবাদদাতা
ভারতে পাচার কালে যশোরের শার্শা সীমান্তের রুদ্রপুর থেকে ১ কোটি ৭০ লাখ টাকা মুল্যের ২ কেজি ৩৩৩ গ্রাম ওজনের ৯টি স্বর্ণবারসহ শুকুর আলী নামে এক জনকে আটক করেছে ২১ ব্যাটালিয়ন বিজিবি। বুধবার (৩১ আগষ্ট) বিকালে ২১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাকে স্বর্ণবার সহ আটক করে। আটক স্বর্ণপাচারকারী শার্শার রুদ্রপুর গ্রামের মিয়ারাজের ছেলে। ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তানভীর রহমান জানান, তাদের কাছে গোঁপন খবর আসে সীমান্ত পথে একটি স্বর্ণের চালান ভারতে পাচার হবে। পরে বিজিবি সীমান্তে নজরদারী বাড়ায়। এক পর্যায়ে সন্দেহ ভাজন ব্যক্তি সীমান্তের দিকে প্রবেশের চেষ্টা করলে তাকে ধাওয়া করে ধরা হয়। পরে শরীর তল্লাশী করে অভিনব কায়দায় কোমরে বাঁধা থেকে ৯টি স্বর্ণবার পাওয়া যায়। আটক পাচারকারীর বিরুদ্ধে স্বর্ণপাচার আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।
যশোরের শার্শা সীমান্তে ৯টি সোনারবারসহ পাচারকারী আটক
Comment using Facebook