স্টাফ রিপোর্টার, যশোর
যশোরে প্রাথমিক শিক্ষক সমিতির নেতাকর্মীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে। বুধবার (৩১ আগস্ট) বিকালে প্রেসক্লাব যশোরের অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আহসান হাবিব। আয়োজক সংগঠনের সভাপতি সাহিদ হাসান শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক একেএম নাজমুল, সাহিত্য সম্পাদক শাহরিয়ার সোহেলের সঞ্চলনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সবুর মিয়া। প্রধান আলোচন ছিলেন ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের সাবেক অধ্যক্ষ সুলতান আহমেদ। বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষক সমিতির জেলা শাখা সাবেক সভাপতি মাসুদুর রহমান মাসুদ, সহ-সভাপতি ইকরামুল কবীর উজ্জল ও সহ-সভাপতি গাজী শহিদুল ইসলাম।
‘বঙ্গবন্ধু চেতনা বাস্তবায়নে শিক্ষকদের সবচেয়ে বড় ভূমিকা রয়েছে -শিক্ষাবোর্ড চেয়ারম্যান
Comment using Facebook