শার্শা সংবাদদাতা
যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন বলেছেন, বঙ্গবন্ধু হত্যার নেপথ্যকারীদের মুখোশ উন্মোচন হওয়া উচিৎ। বঙ্গবন্ধু হত্যার বিচার না করতে আইন করে বন্ধ করেছেন জিয়াউর রহমান। আর খুনিদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ও আশ্রয়-প্রশ্রয় দিয়েছেন জিয়া, এরশাদ ও খালেদা জিয়া। বুধবার বিকেলে যশোরের শার্শার নাভারণ বাজারে আওয়ামী লীগের প্রধান নির্বাচনী কার্যালয়ে সামনে জাতীয় শ্রমিকলীগের উদ্যোগে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় শ্রমিকলীগ শার্শা উপজেলা শাখার আহবায়ক নাসির উদ্দিনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক মঞ্জু, যুগ্ম- সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, আসাদুজ্জামান বাবলু, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রহিম সরদার, শার্শা শ্রমিকলীগের যুগ্ম-আহবায়ক আবুল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আসিফ উদ দৌলা অলোক প্রমুখ।
১৫ আগস্টে বঙ্গবন্ধু হত্যার নেপথ্যকারীদের মুখোশ উন্মোচন হওয়া উচিৎ………….শেখ আফিল উদ্দিন এমপি
Comment using Facebook