আ.লীগ-বিএনপির কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি

0
155


ঢাকা অফিস
রাঙ্গামাটি সদর উপজেলায় একই স্থানে বিএনপি এবং জেলা আওয়ামী লীগ আয়োজিত কর্মসূচিকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে গতকাল মঙ্গলবার ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। গত সোমবার রাত ১টা ১৬ মিনিটে ইউএনও রাঙ্গামাটি সদর ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমা বিনতে আমিন স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩০ আগস্ট (গতকাল মঙ্গলবার) রাঙ্গামাটি সদর উপজেলার পৌরসভার ভেদভেদী বাজার এলাকায় জ¦ালানি তেল, পরিবহন ভাড়া ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি বিক্ষোভ সমাবেশের প্রস্তুতি গ্রহণ করে। অন্যদিকে একই স্থানে একই তারিখে ও সময়ে বাংলাদেশ আওয়ামী লীগের উদ্যোগে সভা ও সমাবেশ আয়োজন করার মর্মে সংবাদ পাওয়া গেছে।

Comment using Facebook