স্টাফ রিপোর্টার
যশোরের শিল্প ও বন্দর নগরী নওয়াপাড়ায় আবারও সারের বস্তায় প্রায় ১ কেজি করে ওজন কম পেয়েছে কৃষি কর্মকর্তারা। গতকাল মঙ্গলবার বিকালে উপজেলা কৃষি অফিসের সহকারী কর্মকর্তা পরিতোষ কুমারসহ অন্যান্যরা উপস্থিত হয়ে অভয়নগর ট্রান্সপোর্টের নওয়াপাড়া ফেরিঘাট সংলগ্ন শিশু তলা ঘাটে মিউরেট অব পটাশ (এমওপি) সারের বস্তা ওজন করেন। ওজনে দেখা যায় একটি বস্তায় ৪৯ কেজি ১.৬০ গ্রাম ও অপর বস্তায় ৪৯ কেজি ১.৪০ গ্রাম পাওয়া যায়। সহকারী কৃষি কর্মকর্তা পরিতোষ কুমার জানান, গত শনিবার (২৭ আগস্ট) ওজনে কম দিয়ে সার ব্যাগিং করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভয়নগর ট্রান্সপোর্টের আওতাধীন ঘাটে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়। এসময় অভয়নগর ট্রান্সপোর্টের মালিক আলহাজ্ব নাজমুল হক খোকনকে ৫০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন। ওই সময় ট্রান্সপোর্ট মালিক নাজমুল হক খোকনকে সার পুনরায় ব্যাগিং করে পরিবেশনের নির্দেশ দেন অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মেজবাহ উদ্দীন। সেই আদেশের ভিত্তিতে গতকাল মঙ্গল কৃষি অফিসকে অবহিত করেন যে সার সঠিক পরিমাপে বস্তা ভর্তি করা হয়েছে। কৃষি অফিসের সহকারী কর্মকর্তা পরিতোষ কুমারসহ অন্যান্যরা অভয়নগর ট্রান্সপোর্টের ওই ঘাটে উপস্থিত হয়ে বস্তা ওজন করেন। প্রথম বস্তা ওজন করলে দেখা যায় ৪৯ কেজি ১.৪০ গ্রাম হয়েছে ও দ্বিতীয় ব্যাগ ওজন করলে দেখা যায় ৪৯ কেজি ১.৬০ গ্রাম হয়েছে। এটা দেখে তাদের কোন প্রত্যায়নপত্র না দিয়ে ফেরৎ যায় বলে জানান ওই সহকারী কৃষি কর্মকর্তা। স্থানীয়রা জানান, এভাবে প্রতি বস্তায় যদি এক কেজি আদা কেজি করে সার কম দেয়া হয়, তাহলে লাখ লাখ টন সার আমদানি করে তা বিপনন করেন ওই অভয়নগর ট্রান্সপোর্ট। আর প্রতি বস্তায় যদি এভাবে কম দেয়া হয় তাহলে কৃষকদের এই ক্ষতি তারা কিভাবে পুষিয়ে নেবে? এমন প্রশ্ন রয়েই যায়। এব্যাপারে অভয়নগর ট্রান্সপোর্টের মালিক আলহাজ্ব নাজমুল হক খোকন জানান, গত দিন বস্তায় সারের ওজন কম ধরা পড়লে ৫০ হাজার টাকা জরিমানা করে। এবং সারের বস্তা সঠিক মাপ দিতে নির্দেশনা দিয়ে যান কিন্তু আজকে (গতকাল) আবার বস্তায় ওজন কম হয়ে গেছে। এটা লেবারের কারসাজিতে হয়েছে আমি ভালো জানিনা। এব্যাপারে অভয়নগর কৃষি কর্মকর্তা গোলাম ছামদানি জানান, অভয়নগর ট্রান্সপোর্ট সারের বস্তায় ওজন কম দেয়ায় জরিমানা করা হয়, তখন তাকে ওজন ঠিক করতে নির্দেশ দেয়া হয়। আজ (গতকাল) সারের পরিমাপ দেখতে গিয়েছে কিন্তু এখনও ফিরে আসেনি তাই কি হয়েছে বলতে পারছিনা। উল্লেখ্য- দেশের বৃহত্তম সারের মোকাম নওয়াপাড়ায় ওজনে কারচুপি করার দায়ে সরকারি সার পরিবহনকারী প্রতিষ্ঠান অভয়নগর ট্রান্সেপোর্ট’র মালিক আলহাজ্ব নাজমুল হক (খোকন) কে ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমান করে তা আদায় করে। সারের বাজার পরিদর্শণ কালে শনিবার (২৭ আগস্ট) সকালে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দীন এ দন্ডাদেশ প্রদান করেন। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, যশোর অঞ্চলে সরকার নির্ধারিত দামের থেকে অতিরিক্ত মূল্যে সার বিক্রি হচ্ছে এ ধরনের খবর দৈনিক নওয়াপাড়াসহ বিভিন্ন পত্রিকায় প্রকাশের পর উপরি মহলের নির্দেশে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটি বাজার পরিদর্শণে নামে। গত শনিবার সকালে তারা বিএডিসি’র সার পরিবহনকারী প্রতিষ্ঠান পোটন ট্রের্ডাস এর উপ প্রতিষ্ঠান অভয়নগর ট্রান্সেপোর্ট এজেন্সির গুদামে অভিযান চালানো হয়। এ সময় এমওপি (মিউরেট অপ পটাশ) সারের ৫০ কেজি ওজনের প্রতি বস্তায় ৫শ গ্রাম থেকে এক কেজি কম পাওয়া যায়। ওই গুদামে তখন ১২শ’ বস্তা এমওপি সার মজুদ ছিলো। পরিবহনকারি ওই প্রতিষ্ঠান বিএডিসি’র মাধ্যমে সরকারি ভাবে আমদানি করা সার জাহাজ থেকে নামিয়ে ৫০ কেজি ওজন করে বস্তা ভর্তি করে। পরে ওই সার বিভিন্ন জেলার বাফার গুদামে পরিবহনের দায়িত্ব তারা পালন করে। সরকারি সার পরিবহনকারি ওই প্রতিষ্ঠান দীর্ঘদিন বস্তা ভর্তি করার সময় ওজনে কম দিয়ে আসছিলো। উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্য সচিব উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম সামদানী বলেন, ‘অভয়নগর ট্রান্সেপোর্ট এর বিরুদ্ধে খোলা সার বস্তা ভর্তি করার সময় ওজনে কম দেওয়া হয়, আগে থেকে এ ধরনের অভিযোগ ছিলো। শনিবার বাজার মনিটরিং কালে তার গুদামে এমওপি সারের ৫০ কেজি ওজনের বস্তা পরীক্ষা করে প্রতি বস্তায় ৫শ’ গ্রাম থেকে এক কেজি করে ওজন কম পাওয়া গেছে। ওজনে কম দেওয়ার দায়ে ওই প্রতিষ্ঠানের মালিক নাজমুল হক খোকনকে ৫০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।
অভয়নগর ট্রান্সপোর্টের সারের বস্তায় আবারও ওজনে কম : ক্ষতিগ্রস্থ হচ্ছে কৃষকেরা
Comment using Facebook