স্টাফ রিপোর্টার
যশোরের অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর এর ৪৭ তম শাহাদাত বার্ষিকী, জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও তবারক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ আগষ্ট) বিকাল ৪টায় সিদ্ধিপাশা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম খান এর সভাপেিত্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ হাবিবুর রহমানের সঞ্চলনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্জ এনামুল হক বাবুল, প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর, সিদ্ধিপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ নেতা খান এ কামাল হাচান, উপজেলা আওয়ামীলীগ নেতা শাহ মুকিত জিলানী, মান্নান মোল্ল্যা, মোল্লা আনোয়ার, হাবিবুর রহমান বাপ্পি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল মাজেদ মুন্সি, নওয়াপাড়া পৌর কৃষকলীগের সভাপতি মিজানুর রহমান আকুঞ্জী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক সফি কামাল, পৌর ছাত্রলীগ সভাপতি কামরুজ্জামান মিলন, সাধারণ সম্পাদক ছাব্বির আহমেদ শান্ত সহ আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।