স্টাফ রিপোর্টার
অভয়নগরে শোক দিবস উপলক্ষে নওয়াপাড়া পৌরসভার ১নং ওয়ার্ড আ’লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকালে চেঙ্গুটিয়া বাজারের পানচান্দি চত্বরে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। ১ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আলি হায়দারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন, অভয়নগর উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব এনামুল হক বাবুল।
প্রধান বক্তার বক্তৃতা করেন, অভয়নগর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সিনিয়র সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গির, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু, আ’লীগ নেতা রুহুল আমিন গাজী, শ্রীধরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান বাপ্পি, আ’লীগ নেতা শাহ আঃ মুকিত জিলানী, উপজেলা কৃষকলীগের সভাপতি আঃ মাজেদ মুন্সি, পৌর কৃষকলীগের সভাপতি মিজানুর রহমান আকুঞ্জি, আ’লীগ নেতা আনোয়ার হোসেন মোল্যা, আনিসুর রহমান মিন্টু, আলীগ নেতা, গোলাম জহিরুল হক লিখন, আলম মিনা, বাপ্পি মন্ডল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক শফি কামাল, ১, ২ ও ৩ নং ওয়ার্ড কাউন্সিলর রোকেয়া বেগম, নওয়াপাড়া পৌর ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান মিলন, সাধারণ সম্পাদক সাব্বির আহম্মেদ শান্ত, উপজেলা ছাত্রলীগ নেতা ইয়াছিন হোসেন ইমন প্রমুখ।