অভয়নগরের হাসপাতাল রোডে আবারও বালুর পাইপ : দূর্ঘটনার আশংকা

0
122


স্টাফ রিপোর্টার
যশোরের অভয়নগর হাসপাতাল রোডের বাঘাবাড়ি মোড় সংলগ্ন এলাকায় ব্যস্ততম সড়কের উপর আবারও বালুর পাইপ স্থাপন করা হয়েছে। একটি প্রভাবশালী মহল বালুর ব্যবসা নির্বিঘœ করতে সড়কের উপর বালুর পাইপ স্থাপন করেছে। এছাড়া ১০০ গজের মাথায় একটি অবৈধ স্পীড ব্রেকার নির্মাণ করা হয়েছে। এতে করে বড় ধরনের দূর্ঘটনার আশংকা করছেন এসড়কে চলাচলকারী হাজার হাজার মানুষ। গত শুক্রবার সকালে কে বা কারা প্রকাশ্য দিবালকে এ বালুর পাইপ স্থাপন করেছে। এর আগে নওয়াপাড়া হাসপাতাল রোডের আকরাম ডাক্তারের বাড়ির সামনে বালুর পাইপ স্থাপন করা হয়েছিলো।

সেই বালুর পাইপ পার হতে গিয়ে মোটরসাইকেল থেকে পড়ে জনৈক ধোপাদী এডাস স্কুলের প্রধান শিক্ষক কাঞ্চন মারাত্মক আহত হন। সে কিছুদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়েন। এমতাবস্থায় নতুন করে আবারও বালুর পাইপ স্থাপনের ফলে প্রাণ যেতে পারে অন্য কারো-ঘটতে পারে বড় ধরণের দূর্ঘটনা, এমনটায় আশংকা এলাকাবাসীর। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করে এজাতীয় বালুর পাইপ সড়ক থেকে অপসারনের জোর দাবী জানিয়েছেন সচেতন মহল।

এব্যাপারে জানতে চাইলে মোটর সাইকেল চালক তরিকুল ইসলাম দৈনিক নওয়াপাড়াকে জানান, এভাবে সড়কের উপরে উঁচু করে বালুর পাইপ স্থাপন করে পথচারীদের যাতায়াতে বিঘœ সৃষ্টি করা হয়েছে। দ্রুত এ বালুর পাইপসহ স্পীড ব্রেকার অপসারনের জোর দাবী জানাচ্ছি। মোস্তাফিজুর রহমান নামের একজন পথচারী জানান, হাজার জনগণকে ঝুকির মধ্যে ফেলে সড়কে ব্যরিকেড সৃষ্টি করে একটি স্বার্থান্বেশী মহল ফায়দা লুটে যাচ্ছে। তাদেরকে অন্য উপায়ে বালুর ব্যবসা করার উদাত্ত আহবান জানাচ্ছি। ইজিবাইক চালক আল আমিন জানান, সড়কের উপর এমন উঁচু উঁচু বালুর পাইপ স্থাপনের ফলে যাতায়াতে অসুবিধার সৃষ্টি হয়। বিশেষ করে দূর দূরান্ত থেকে আসা মোটরসাইকেল চালকরা হঠাৎ বুঝতে না পেরে দূর্ঘটনার শিকার হন।

Comment using Facebook