স্টাফ রিপোর্টার
অভয়নগরে ১৫ই আগস্টে নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে ১নং প্রেমবাগ ইউনিয়ন আ’লীগের উদ্যোগে প্রেমবাগ স্কুল মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আ’লীগের সভাপতি বাবুল আক্তার বাবুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান।
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সিনিয়র সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গির। উপজেলা ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও আ’লীগ নেতা আঃ রউফ মোল্যা, গাজী রুহুল আমিন, শাহ আঃ মুকিত জিলানী, উপজেলা কৃষকলীগের সভাপতি মুন্সী আঃ মাজেদ, সাধারণ সম্পাদক মনির হাসান তাপস, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ও আ’লীগ নেতা আনোয়ার হোসেন মোল্যা, গোলাম জহিরুল হক লিখন, মনিরুজ্জামান মনি, আলম মিনা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শফি কামাল, মহিলা কাউন্সিলর রোকেয়া বেগম, পৌর ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান মিলন, উপজেলা ছাত্রলীগ নেতা ইয়াছিন হোসেন ইমন প্রমুখ।