স্টাফ রিপোর্টার
বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পুরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাকর্মীরা কাজ করছেন। এই এগিয়ে যাওয়ার সাথে সংখ্যালঘু সম্প্রদায়ের শতভাগ সম্পৃক্ততা রয়েছে। তাই যদি কোন অপশক্তির কারণে সংখ্যালঘুদের কোন সমস্য হয় তাহলে তারা দেশত্যাগের কথা বলেন। এ দেশ আপনার আমার সকলের। তাই সমস্যা হলে ঐক্যবদ্ধ হয়ে সকলকে কাধে কাধ মিলিয়ে সমস্যার মোকাবেলা করতে হবে। ঐক্যবদ্ধ হয়ে সকল অপশক্তিকে রুখে দিতে হবে।
যুগাবতার ভগবান শ্রীকৃষ্ণের নীতি-আদর্শ মোতাবেক আমাদের জীবন পরিচালনা করতে হবে। তাহলেই মিলবে শান্তি। যশোরের অভয়নগরে গতকাল শুক্রবার দুপুরে নওয়াপাড়া ইনস্টিটিউট অডিটোরিয়োমে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যশোর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রণজিৎ কুমার রায় এ কথা বলেন।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর শাখার আয়োজনে জন্মাষ্টমী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান বিষ্ণুপদ দত্ত। এসময় উপস্থিত ছিলেন, নওয়াপাড়া পৌর শাখা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাবেক প্যানেল মেয়র রবিন অধিকারী ব্যাচা, অভয়নগর থানার ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিনারা পারভীন, ভূমি কর্মকর্তা রবীন্দ্র নাথ রায়, পৌর পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক তাপস বিশ্বাস, শ্রীধরপুর ইউপি চেয়ারম্যান এড. নাসির উদ্দিন, কালীবাড়ী মন্দির কমিটির সভাপতি শেখর সাহা, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক অর্জুন সেন প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ দাস সনজিত ও অধ্যাপক তিমির বরণ সরকার। এর আগে নওয়াপাড়া বাজারে যশোর-খুলনা মহাসড়কে বিশাল মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।