অভয়নগর হাসপাতালে ১৪দিন ধরে ভর্তি মোমেনার খোঁজ নেয়নি কেউ!

0
167

তাওহীদ হাসান উসামা
অভয়নগর হাসপাতালে ১৪দিন ধরে ভর্তি মোমেনার খোঁজ নেয়নি আত্বিয় স্বজন কেউ। তাইতো ৮০ বছরের স্বজনহীন বৃদ্ধা মোমেনা বেগমের ঠাই হয়েছে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বারান্দায়। গত ১৪ দিন যাবত হাসপাতালের বারান্দায় গড়াগড়া খেলেও খোঁজ নিতে আসেনি কোন আপনজন। হাসপাতালের পরিচ্ছন্নকর্মীর তত্বাবাধানে কোনমতে খুড়িয়ে খুড়িয়ে চলছে চিকিৎসাসেবা।

প্রচন্ড অসুস্থ মোমেনা বেগম উপজেলার গাজীপুর গ্রামের সরদার পাড়ার মৃত ইসব মোল্যার স্ত্রী বলে জানা গেছে। হাসপাতাল সুত্রে জানা যায়, কিছুদিন আগে কে বা কারা হাসপাতালে রেখে যায় মোমেনা বেগম নামের এক বৃদ্ধাকে। এরপর আর কাউকে দেখা যায়নি তার পাশে। মানবিক দৃষ্টিকোন থেকে হাসপাতালের নার্স ও পরিচ্ছন্নকর্মীর সহায়তায় হাসপাতালের মহিলা ওয়ার্ডে ভর্তি করা হয় তাকে। প্রথমে কিছুটা হাটাচলা করতে পারলেও এখন সে পুরোপুরী সয্যাশায়ী। পায়খানা বমি করে বিছানা নষ্ট করলেও সেটা পরিস্কার করার তেমন কেউ নেই। ভেজা কাপড়ের উপর একই ভঙ্গিতে শুয়ে থাকছেন ঘন্টার পর ঘন্টা। কি হয়েছে জানতে চাইলে মোমেনা বেগম বলেন জন্ডিজ হয়েছে। কোন আপনজন আছে কিনা জানতে চাইলে দৈনিক নওয়াপাড়াকে বলেন, আমার কেউ নেই।

পরিচ্ছন্নকর্মী ছাকিলা জানান, আমার ডিউটি চলাকালিন আমি তাকে সেবা যত্ন করি, কাপড় পরিস্কার ও খাওয়ানো সহ সব কাজ আমিই করি, মায়ের মত দেখি। এ ব্যাপারে জানতে চাইলে অভয়নগর উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. ওয়াহিদুজ্জামান বলেন, আমরা মানবিক দিক বিবেচনায় তাকে প্রয়োজন অনুযায়ী চিকিৎসাসেবা দিচ্ছি। তবে আত্বিয় স্বজন না থাকায় চিকিৎসা দেওয়া কঠিন হয়ে যাচ্ছে। যদি আত্বিয় স্বজনের সাথে যোগাযোগ করা যেত তাহলে অন্তত বৃদ্ধা মহিলার এত কষ্ট পেতে হতনা। এসময় তিনি মোমেনা বেগমের অসহায়ত্বের চিত্র তুলে ধরতে সাংবাদিকদের দৃষ্টি আকর্ষন করেন। ধরতে সাংবাদিকদের দৃষ্টি আকর্ষন করেন।

Comment using Facebook