অভয়নগরে ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

0
170

স্টাফ রিপোর্টার
অভয়নগরে ইসলামী আন্দোলন বাংলাদেশের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অভয়নগর উপজেলা শাখার উদ্যোগে গতকাল শুক্রবার বিকালে নওয়াপাড়া ইনস্টিটিউট অডিটোরিয়ামে এ প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। অভয়নগর উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ইসলামী আন্দোলনের দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী। তিনি বলেন, জ্বালানী তেলের মূল্যবৃদ্ধি করে সরকার জনজীবনে বিপর্যয় সৃষ্ঠি করেছে।

তিনি আরো বলেন, একদিকে অর্থনীতিতে আকাশচুম্বি জিডিপি অন্যদিকে টিসিবির পন্য কিনতে ট্রাকের পিছনে ছুটছে মানুষ। রাস্ট্রের সম্পদ চুরি করে বিদেশে পাঠিয়ে দেশকে পরিকল্পিতভাবে অর্থনৈতিক বিপর্যয়ের দিকে ঠেলে দেওয়া হয়েছে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যশোর জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মিয়া মোঃ আঃ হালিম, জেলা সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা শোয়াইব হোসেন, জেলা সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব এইচ.এম মহসিন শেখ।

এসময় বক্তব্য রাখেন, মুফতি সরোয়ার হোসাইন, মুফতি আজিম উদ্দিন, মুফতি আবু রায়হান, মোঃ মোকাররম শেখ, মোঃ আক্তার উদ্দিন, মোঃ জাকারিয়া মোড়ল, আলহাজ্ব ওয়াজেদ আলি বিশ্বাস, মাওলানা মুজিবুর রহমান, হাফেজ মনিরুজ্জামান, হাফেজ শাহ আলম, মুজাহিদুল ইসলাম, হাফেজ তাওহিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা আঃ করিম।

Comment using Facebook