শুক্রবার বিকেলে দেশে ফিরবে তামিম বাহিনী

0
211


ক্রীড়া ডেস্ক
জিম্বাবুয়ের কাছে ৯ বছর পর ওয়ানডে সিরিজ হারের দগদগে ক্ষত নিয়ে শুক্রবার দেশে ফিরছে তামিম ইকবালের দল। বিকেল সোয়া ৫টায় রাজধানীতে এসে পৌঁছাবে টিম বাংলাদেশ। প্রসঙ্গতঃ টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হারের পর জিম্বাবুয়ের কাছে একই ব্যবধানে ওয়ানডে সিরিজও হেরেছে তামিমের দল। ৫ আগস্ট হারারে স্পোর্টস ক্লাব মাঠে প্রথম ওয়ানডেতে ৫ উইকটে হার মানে বাংলাদেশ।

তারপর দ্বিতীয় ম্যাচেও ৫ উইকেটে পরাজিত হয়ে সিরিজ হাতছাড়া করে তামিমের দল। অবশেষে গতকাল ১০ আগস্ট শেষ ম্যাচে ১০৫ রানের সান্ত¡নার জয় পায় তামিমের দল। সে জয়ের সুখ-স্মৃতি নিয়েই জিম্বাবুয়ে থেকে দেশের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে তামিম, মুশফিক আর রিয়াদরা। বিসিবি প্রটোকল অফিসার ওয়াসিম খান আজ রাতে জাগোনিউজকে জানিয়েছেন, কাতার এয়ারওয়েজে করে আসছে ক্রিকেটাররা।

সব কিছু ঠিক থাকলে শুক্রবার বিকেল সোয়া ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করার কথা টিম বাংলাদেশের। দেশে ফিরেও খুব অল্প সময়ের বিশ্রাম মিলবে টাইগারদের। ক’দিন পরই শুরু হয়ে যাবে এশিয়া কাপের প্রস্তুতি। আগামী ২৭ আগস্ট আরব আমিরাতে বসবে টি-টোয়েন্টি ফরম্যাটের এবারের এশিয়া কাপ।

Comment using Facebook