স্টাফ রিপোর্টার
অভয়নগরে বঙ্গবন্ধুর জৈষ্ঠপুত্র বীরমুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা আ’লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকালে আ’লীগের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। অভয়নগর উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব এনামুল হক বাবুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সিনিয়র সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গির, যুগ্ম সাধারণ সম্পাদক ও নওয়াপাড়া পৌরসভার মেয়র সুশান্ত কুমার দাস শান্ত, নওয়াপাড়া পৌর আ’লীগের সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম সরদার, উপজেলা ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু, আ’লীগ নেতা রুহুল আমিন গাজী, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও আ’লীগ নেতা আঃ রউফ মোল্যা, আ’লীগ নেতা আনিসুর রহমান মিন্টু, খান এ কামাল, হাবিবুর রহমান বাপ্পি, পায়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান বিশ্বাস, চলিশিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি মশিউর রহমান, বীরমুক্তিযোদ্ধা অধির কুমার পাড়ে, রওশন আলী মোড়ল, আ’লীগ নেতা গোলাম জহিরুল হক লিখন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আসলাম হোসেন বিশ্বাস, সাধারণ সম্পাদক শফি কামাল, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মেহেদী হাসান রাজন, সাধারণ সম্পাদক খন্দকার আল ইমরান, পৌর কৃষকলীগের সাধারণ সম্পাদক বাবু সরদার, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাব্বির আহম্মেদ শান্ত প্রমুখ।
অভয়নগরে শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে আ’লীগের আলোচনা সভা অনুষ্ঠিত
Comment using Facebook