অভয়নগরের সিদ্দিপাশা থেকে ৫ টি গাঁজার গাছ উদ্ধার: আটক-১

0
226


ভৈরব উত্তর অফিস
অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের সোনাতলা মুন্সিপাড়া এলাকার একটি কলা বাগান থেকে পাঁচটি গাঁজার গাছ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ২ টায় গাছগুলো উদ্ধার করা হয় এবং মিরাজ মোল্যা (৪০) নামে একজনকে আটক করা হয়। মিরাজ মোল্যা মুন্সিপাড়া এলাকার মৃত মকছেদ মোল্যার ছেলে বলে জানা যায়।

সোনাতলা পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. নাসিম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার মধ্যরাতে সিদ্ধিপাশা গ্রামের সোনাতলা মুন্সিপাড়া এলাকায় মিরাজ মোল্যার কলা বাগানে অভিযান চালানো হয়। এসময় কলা বাগানের ভেতর থেকে পাঁচটি গাঁজার গাছ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পাঁচটি গাঁজার গাছের ওজন প্রায় ৯ কেজি।

ওই রাতেই বাগান মালিক মিরাজ মোল্যাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে গাঁজার গাছ রোপনের কথা স্বীকার করেছে। এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শামিম হাসান বলেন, ‘মঙ্গলবার দুপুরে সোনাতলা পুলিশ ক্যাম্প পাঁচটি গাঁজার গাছসহ মিরাজ মোল্যা নামে এক মাদক বিক্রেতাকে অভয়নগর থানায় সোপর্দ করেছে।

Comment using Facebook