বিজ্ঞানী পিসি রায়ের জীবন আদর্শ সবার মাঝে ছড়িয়ে দিতে হবে ….. প্রতিমন্ত্রী কেএম খালিদ এমপি

0
213


পাইকগাছা (খুলনা) সংবাদদাতা
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, ৭৫’এর ১৫ আগস্ট ঘাতকদের নির্মম বুলেটে থমকে গিয়েছিল জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা গড়ার স্বপ্ন। বঙ্গবন্ধুর সেই স্বপ্ন তারই যোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধাপে ধাপে বাস্তবায়ন করছে। প্রতিমন্ত্রী খালিদ ২ আগস্ট মঙ্গলবার বিকালে খুলনার পাইকগাছার রাড়–লীতে জগৎ বিখ্যাত বিজ্ঞানী স্যার আচার্য প্রফুল্লচন্দ্র পিসি রায়ের ১৬১তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিজ্ঞানী পিসি রায় ছিলেন একজন বিশ^খ্যাত বিজ্ঞানী। তিনি রসায়ন নিয়ে কাজ করেছেন, তার আবিষ্কার বিশ^জুড়ে প্রশংসিত হয়েছে। খুলনা জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ আক্তারুজ্জামান বাবু, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান বিপিএম, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, মেয়র সেলিম জাহাঙ্গীর, প্রতিমন্ত্রীর একান্ত সচিব মোঃ আলতাফ হোসেন, প্রত্নতত্ত্ব অধিদপ্তর খুলনার আঞ্চলিক পরিচালক আফরোজা খান মিতা, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, ওসি জিয়াউর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। মানপত্র পাঠ করেন ফসিয়ার রহমান মহিলা কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম।

Comment using Facebook