তাওহীদ হাসান উসামা
অভয়নগরে মোটরসাইকেল দূর্ঘটনায় তামিম (২২) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার বিকালে উপজেলার চলিশিয়া গ্রামের সানা বাড়ির মোড়ে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। নিহত তামিম বুইকারা হাসপাতাল গেট সংলগ্ন এলাকার আলমগীর হোসেনের ছেলে।
সে পায়রাহাট ইউনাইটেড কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্র ছিল। পায়রাহাট ইউনাইটেড কলেজের অধ্যক্ষ সেলিম ইকবাল জানান, তামিম অত্যন্ত মেধাবী ও শান্তশিষ্ট স¦ভাবের ছিল, তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। গতকাল রাত ৯টায় নামাজে জানাযা শেষে সিঙ্গাড়ী গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।