নওয়াপাড়া পৌর বিএনপির ৫নং ওয়ার্ডের নেতা নির্বাচন অনুষ্ঠিত

0
173


স্টাফ রিপোর্টার
নওয়াপাড়া পৌর বিএনপির অর্ন্তগত ৫নং ওয়ার্ডের নেতা নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার নওয়াপাড়া ইনস্টিটিউট অডিটোরিয়ামে সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উৎসবমূখর পরিবেশে এ নেতা নির্বাচন সম্পন্ন হয়। সকাল থেকে নেতা কর্মীরা দলে দলে এসে পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন।

এ নির্বাচনে মোট ৩টি প্যানেল ৯জন প্রতিব্দন্দ¦ীতা করেন। নেতাকর্মীদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে নির্বাচিত হন মেজবাউর রহমান বেগ ডাবলু, সাধারণ সম্পাদক পদে জহির উদ্দিন ও সাংগঠনিক পদে তরিকুল ইসলাম রুবেল নির্বাচিত হয়েছেন। নির্বাচন সমন্বয়ক যশোর জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান খান জানান, অত্যন্ত শান্তিপুর্ন পরিবেশে নেতাকর্মীদের প্রত্যক্ষ ভোটে নেতা নির্বাচন সম্পন্ন হয়েছে। এর আগে নওয়াপাড়া পৌরসভার ১নং ওয়ার্ডের নেতা নির্বাচন সম্পন্ন হয়েছিলো।

Comment using Facebook