দিঘলিয়া সংবাদদাতা
দিঘলিয়ায় থানা পুলিশ সুত্রে যানা জায় গত ২৫ শে জুলাই দেয়াড়া পশ্চিম পাড়া এলাকা থেকে একটি কাটা রাইফেল, ৫ রাউন্ড গুলি রাম দাসহ দুই জনকে আটক করে দিঘলিয়া থানা পুলিশ এবং একটি মামলা দায়ের করা হয় যার নং- ১০, তাং-২৫/৭/২২ ইং। পরে ২৫ শে জুলাই রাতে রাজিব হোসেন ও ইসমাইল হোসেন কে জিজ্ঞাসাবাদ করলে ইসমাইল হোসেন তার কাছে আরো একটি অস্ত্র রয়েছে বলে শিকার করেন। এবং তারই প্রেক্ষিতে পুলিশ সুপার, মোঃ মাহাবুব হাসান, এর নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার, এ- সার্কেল এস,এম রাজু আহম্মেদ এর নেতৃত্বে দিঘলিয়া থানা পুলিশের ওসি আহসান উল্লাহ চৌধুরী ও সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে এসময় ইসমাইল হোসেন (৩৪) এর দেখানো মতে দিঘলিয়া থানাধীন সেনহাটি মদিনা মসজিদের সামনে ৭নং ওয়ার্ড এলাকার মানিক ফকিরের বাড়ী হইতে ২৬ শে জুলাই রাত আনুঃ সাড়ে তিনটার দিকে একটি পিস্তল, একটি ম্যাগজিন, ও ১ রাউন্ড গুলি উদ্ধার করে। এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার তানভীর আহম্মেদ প্রেস ব্রিফিং এ জানান, আসামীদের রিমান্ড গ্রহনসহ অন্যান্য আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে।
দিঘলিয়ায় আবারও পিস্তল ম্যাগজিন ও ১ রাউন্ড গুলি উদ্ধার
Comment using Facebook