অভয়নগরে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেপ্তার

0
154


স্টাফ রিপোর্টার
অভয়নগর থানা পুলিশ মাদক ও চেক জালিয়াতি মামলার তিনজন সাজাপ্রাপ্তসহ ওয়ারেন্টভুক্ত ৬ জন আসামিকে গ্রেপ্তার করেছে। গতকাল শুক্রবার দুপুরে আসামিদেরকে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।

অভয়নগর থানা সূত্র জানান, গত ২৪ ঘন্টায় উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি উপজেলার বুইকারা গ্রামের হাজী মাস্টার মো. নজরুল ইসলামের ছেলে মনিরুজ্জামান, চেক জালিয়াতি মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত আসামি উপজেলার তালতলা দূর্গাপুর গ্রামের মৃত শহর আলী সরদারের ছেলে সরোয়ার ও জিআর মামলায় ১৩ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি উপজেলার গাজীপুর গ্রামের গফুর শেখের ছেলে রানাকে গ্রেপ্তার করা হয়।

এছাড়া অভয়নগর থানায় দায়ের করা নিয়মিত মামলার ওয়ারেন্টভুক্ত আসামি উপজেলার প্রেমবাগ ইউনিয়নের মাগুরা গ্রামের আব্দুল খালেক সরদারের ২ ছেলে কবির হোসেন ও আহসান এবং একই গ্রামের নূর আলী সরদারের ছেলে আব্দুল খালেক সরদারকে গ্রেপ্তার করা হয়। অভয়নগর থানার ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডল জানান, গ্রেপ্তারকৃত ৬ জন আসামিকে শুক্রবার দুপুরে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।

Comment using Facebook