মিহির , শিল্পাঞ্চল (খুলনা )
খুলনা শিল্পাঞ্চল এলাকায় বাজার ও দোকান গুলোতে দক্ষিন অঞ্চলের আধিক প্রশিদ্ধ ও জনপ্রিয় নারকেল এখন সাধারনের নাগালের বাইরে । খুলনা ,খালিশপুর , দৌলতপুর, ফুলবাড়িগেট, শিরোমনি বাজার ঘুরে জানাযায় নারকেলের প্রতি জোড়া বিক্রয় হচ্ছে ২০০ টাকা । বাজারের ব্যপারী ও দোকানীরা বলেন নারকেলের ফলন কম হওয়ার করনে বাজারে দাম বেশি । ষাটউর্দ্ধ মো .শাজাহান বলেন গরমের সময় ডাব বিক্রির কারনে বাজারে নারকেলের আমদানী কম এছাড়া খুলনা এলাকায় নারকেল গাছের পাতার নিচের অংশে এক ধরনের সাদা মাছির মতো পোকা আক্রমন দেখা দিয়েছে যা মাকড়শার জালের মতোন দেখায় । আর এ কারনে গাছের পাতা শুকিয়ে যাচ্ছে । এছাড়া নারকেলের ফলন কমেছে দুই একটা নারকেলর মুছি পড়লেও তা বেড়ে উঠছেনা , একারনে ফলন কম হচ্ছে। দক্ষীণ অঞ্চলের মানুষের পিঠাপুলি তৈরীতে ,ঈদ অনুষ্ঠনে , পূজা পর্বণে, মজাদার রান্নায় নারকেল ও নারকেলের দুধের বিকল্প নেই , যা এখন সাধারন লোকের নাগালের বাইরে।
ফুলতলা উপজেলা উপ-সহকারি কৃষি কর্মকর্তা মোঃ আল মামুন হাওলাদার বলেন আমাদের অঞ্চলে নারিকের গাছে হোয়াইট ফ্লাই ও মাইট নামের দুই ধরনের পোকায় আক্রমন করে। হোয়াইট ফøাই পোকা সাদা মাছির মতোন এধরনের পোকা যা নারকের গাছের পাতার নিচে মাকড়সাড় জালের মতোন করে গাছের পাতার রস সুষে নেয় ফলে পাতা সুকিয়ে যায় । মাইট পোকা নারকেলের মুছি আবস্থায় আক্রমন করে যা নারকেলের গঠনকে বাধাঁগ্রস্ত করে নরিকেল বড় হতে দেয়না যে কারনে নারি কেলের ফলন কমেছে।