স্টাফ রিপোর্টার
অভয়নগরের ১নং প্রেমবাগ ইউনিয়নের ৩ ও ৪নং ওয়ার্ড আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে বনগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ৩ ও ৪নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আব্দুস সাত্তার মোল্যা ও আবুল কাশেম মোড়লের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন, অভয়নগর উপজেলা আ’লীগের সভাপতি ও নওয়াপাড়া পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব এনামুল হক বাবুল। প্রধান বক্তার বক্তৃতা করেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও নওয়াপাড়া পৌরসভার সাবেক চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান।
বিশেষ অতিথি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও মেয়র সুশান্ত কুমার দাস শান্ত, উপজেলা ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু, প্রেমবাগ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম মিলন। সম্মেলনের উদ্বোধন করেন, ইউনিয়ন আ’লীগের সভাপতি বাবুল আক্তার বাবু। এসময় উপস্থিত ছিলেন, আ’লীগ নেতা গাজী রহুল আমিন, অভয়নগর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি, আওয়ামী লীগ নেতা ও যশোর জেলা পরিষদের ১০নং ওয়ার্ডের সদস্য প্রার্থী আঃ রউফ মোল্যা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শাফিয়া খানম, শাহ আঃ মুকিত জিলানী, হাবিবুর রহমান বাপ্পী, বাপ্পী মন্ডল, উপজেলা কৃষকলীগের সভাপতি মুন্সী আঃ মাজেদ, পৌর কৃষকলীগের সভাপতি মিজানুর রহমান আকুঞ্জি, স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন মোল্যা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক শফি কামাল, পৌর কৃষক লীগের সাধারণ সম্পাদক বাবু সরদার , পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মেহেদী হাসান রাজন, পৌর কৃষক লীগের অর্থ সম্পাদক রজিবুল ইসলাম ফারাজী, পৌর ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান মিলন, ছাত্রলীগ নেতা ইয়াসিন হোসেন ইমন প্রমুখ।