সারারাত অপেক্ষা করে ট্রেনের টিকেট পেল অভয়নগরের ১৬ শিক্ষার্থী

0
183


তাওহীদ হাসান (উসামা)
নওয়াপাড়া থেকে রাজশাহী বিশ্বিবদ্যালয়ে ভর্তি পরিক্ষায় অংশ নিতে একঝাক শিক্ষার্থীকে সারারাত রেল স্টেশনের কাউন্টারে অপেক্ষা করে ট্রেনের টিকেট সংগ্রহ করতে হয়েছে। গত বুধবার রাত ৯টা গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত তারা টিকেট কাউন্টারে অপেক্ষা করে। স্টেশন কর্তৃপক্ষ জানায় এদিন সকালে মোট ১৬টি টিকেট বিক্রি করা হয়। আর সে টিকেট সংগ্রহ করতে সকালে প্রায় শতাধীক যাত্রী ছুটে আসে। কিন্তু রাজশাহী বিশ্বিবদ্যালয়ে ভর্তিচ্ছু ১৫ শিক্ষার্থী সারারাত ধরে অপেক্ষায় থেকে লাইনে দাঁড়িয়ে থাকায় তারা টিকেট পেয়েছে বলে জানা গেছে। সুমন নামে একজন শিক্ষার্থী জানান, বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করা আমাদের একটি স্বপ্ন। সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা চেষ্টা করছি। তবে অভয়নগরের যে পরিমান শিক্ষার্থী সে পরিমান টিকেট না থাকায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। মাত্র ১৬টি টিকিট বরাদ্দ রাখায় আমরা রাত ৮টা থেকে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছি। আল আমিন নামে একজন শিক্ষক জানান, আমাদের শিক্ষার্থীরা রাজশাহী পর্যন্ত পৌছাতে রাত জেগে স্টেশনের টিকেট কাউন্টারে অপেক্ষা করছে একটি টিকিট পাওয়ার আশায়। নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষার্থী জানান, যেহেতু রাজশাহী বিশ^বিদ্যালয়ে ভর্তি পরিক্ষা আর মাত্র কয়েকদিন পরে শুরু হতে যাচ্ছে সেহেতু রেল কর্তৃপক্ষের প্রত্যেক এলাকায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য আলাদা ট্রেন বরাদ্দ রাখা দরকার ছিল। সারাদেশে রেলের অব্যবস্থাপনা ও টিকেট কালোবাজারীর লাগাম টানতে সরকারের প্রতি অনুরোধ জানান তারা। উল্লেখ্য আগামী ২৬ তারিখ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত হবে। আর ২৫ তারিখ সকাল ৬টায় নওয়াপাড়া থেকে রাজশাহির উদ্দেশ্য ছেড়ে যাবে শোভন এক্সপ্রেস।

Comment using Facebook