মোংলা (বাগেরহাট) সংবাদদাতা
বাগেরহাটের মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের মাদুরপাল্টা গ্রামে বসতবাড়ি থেকে ৭ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে বনবিভাগ। সোমবার সকাল ৮টায় মাদুরপাল্টা গ্রামের শংকর মল্লিকের বাড়ি থেকে অজগর সাপটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সাপটি ৭ ফুট লম্বা। যার ওজন ৫ কেজি।
স্থানীয়রা জানান, সাপটি বাড়ির ভিতরে দেখতে পেয়ে জিউধরা স্টেশন কর্মকর্তা মোহাম্মদ শাহাজাহান মোক্তাদীরকে মোবাইল ফোনে অবহিত করলে তিনি এসে সাপটি উদ্ধার করেন। পরে আমরবুনিয়া টহল ফাড়িতে সাপটি অবমুক্ত করা হয়। এসময় পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের জিউধরা স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহাজাহান মোক্তাদিরসহ জিউধরা স্টেশনের বি এম মোঃ রাকিব বিল্লাহ, আমরবুনিয়া টহল ফাড়ির ওসি অসিত কুমারসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।