স্টাফ রিপোর্টার
অভয়নগরে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের আওতায় কৃষকদেরকে নিয়ে রোভিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অভয়নগর উপজেলার আয়োজনে বুধবার দুপুরে অভয়নগর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষক প্রশিক্ষণ হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
অভয়নগর উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম সামদানীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন, যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক নুরুজ্জামান। বিশেষ অতিথির বক্তৃতা করেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, ১নং প্রেমবাগ ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক মফিজ উদ্দিন, ৮নং সিদ্দিপাশা ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেমসহ অন্যন্য কৃষি কর্মকর্তাবৃন্দ।