বিএমএ খুলনা জেলা শাখার বিক্ষোভ সমাবেশ

0
184

খুলনা ব্যুরো

প্রকৌশলী ও চিকিৎসকদের নিয়ে সংসদ সদস্য মির্জা আজমের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) খুলনা জেলা শাখা। মঙ্গলবার (০১ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর সাতরাস্তা মোড়ে শহীদ ডা. মিলন চত্ত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ডাক্তার বাহারুল আলম।

এসময় উপস্থিত ছিলেন, স্বাচিপ খুলনার সভাপতি এসএম সামসুল আহসান মাসুন। বিপিএমপিএ খুলনার সভাপতি ডাক্তার গাজী মিজানুর রহমান। এসময় বক্তরা বলেন, ১৯ জানুয়ারি জামালপুরে একটি সভায় মির্জা আজম বাংলাদেশের চিকিৎসক ও প্রকৌশলীদের ‘চোর’ হিসেবে আখ্যায়িত করেছেন। তাঁর এই বক্তব্য অশালীন, আপত্তিকর, মানহানিকর, কল্পনাপ্রসূত ও অবমাননাকর। এই বক্তব্যের মধ্য দিয়ে চিকিৎসক সমাজকে হেয় করা হয়েছে।

অবিলম্বে ওই বক্তব্য প্রত্যাহার এবং দেশের প্রকৌশলী ও চিকিৎসকদের কাছে দুঃখ প্রকাশের জন্য মির্জা আজমের প্রতি আহ্বান জানানো হয়।

Comment using Facebook