রূপসায় ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরের মৃত্যু

0
199

রূপসা, মোঃ বাবর হোসেন (বাকি)

ভ্যানের চাকার সাথে নিজের ওড়না পেঁচিয়ে মৃত্যু বরন করল জান্নাতুল নামে এক স্কুলছাত্রী। রূপসা উপজেলার রহিমনগর গ্রামে ঘটনাটি ঘটেছে। ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসি জানায়, রহিম নগর গ্রামের রূবেল ফকিরের মেয়ে গাজী মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী জান্নাতুল (১০) গত ১৩ জুন সন্ধ্যার পর ভ্যানে যোগে বাড়ির ফিরছিল। কাস্টম ঘাট এলাকায় আসলে তার শরীরের ওড়না ভ্যানের চাকার সাথে জড়িয়ে যায।

এতে সে মাটিতে পড়ে যায় এবং মারাত্মক আহত হয। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে খুলনা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। জান্নাতুল এর মৃত্যুর খবর তার এলাকায় পৌঁছালে শোকের ছায়া নেমে আসে।

Comment using Facebook