হরিণাকুন্ডু সংবাদদাতা
হযরত মুহাম্মদ (সাঃ) ও তার স্ত্রী আয়েশা (সাঃ) কে কটূক্তির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। মঙ্গলবার (১৪ জুন) বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভাবন এলাকায় সকাল ১১ টায় এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বিভিন্ন সূত্রে জানা যায়, সম্প্রতি মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন বিজেপির মুখপাত্র নূপুর শর্মা। আর ওই একই ইস্যুতে দলটির দিল্লি ইউনিটের প্রধান নাভিন জিন্দাল টুইট করার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। এ বিষয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, ভারত আমাদের স্বাধীনতা যুদ্ধে অনেক সাহায্য করেছে তার মানে এই না যে তারা ধর্মীয় আঘাত হানবে। ইবি শিক্ষক সমিতির সভাপতি ড. মিজানুর রহমান বলেন, আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন তোমরা অন্য ধর্মকে গালি দিও না৷ ইসলাম ধর্ম এমন একটি ধর্ম যেখানে কোন ধর্মকে অসম্মান করতে শেখায় না। ইসলাম ধর্মের নেতা হযরত মুহাম্মদ সাঃ কে কটূক্তি করায় এখন পর্যন্ত সরকার কোন পদক্ষেপ গ্রহণ করে নাই। আমরা সরকারের কাছে জোর অনুরোধ করলাম এ বিষয়ে বিশেষভাবে পদক্ষেপ গ্রহণ করার জন্য।