যশোর জেলা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

0
251

স্টাফ রিপোর্টার, যশোর

যশোর জেলা ট্যাক্সি ম্যাক্সি, মাইক্রো ও পিকাপ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে মেহেদী হাসান আবু কালাম সভাপতি ও আমিনুল হক সাধারণ সম্পাদক হয়েছেন। মঙ্গলবার (১৪ জুন) সংগঠনের কার্যালয়ে ভোট গণনা শেষে নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মাহবুবুর রহমান মজনু ফলাফল ঘোষণা করে এ তথ্য জানান।

তিনি জানান, সকাল ৮ থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোগ গ্রহণ হয়। ৪৩৭ জন ভোটারের মধ্যে ৩৯৫ জন ভোট প্রয়োগ করেন। এই নির্বাচনে রবিউল ইসলাম সহ-সাধারণ সম্পাদক ও হাদিউজ্জামান রাসেল সাংগঠনিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এছাড়া ভোটে বিজয়ী হয়েছেন সহ-সভাপতি পদে সাজ্জাদুর রহমান, কোষাধ্যক্ষ পদে চিত্তরঞ্জন ঘোষ, প্রচার সম্পাদক পদে শুকুর আলী, সড়ক সম্পাদক পদে শ্যামল কুমার মন্ডল, সদস্য পদে সেলিমুল ইসলাম, চঞ্চল শিকদার ও নূর ইসলাম পলাশ।

Comment using Facebook