নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল

0
264

নওয়াপাড়া ডেস্ক

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক দলের সদস্য এজেডএম জাহিদ হোসেনের বরাত দিয়ে তার প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। শায়রুল বলেন, খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা আজ বিকেলেও বৈঠক করেছেন। গতকাল রোববারও তারা বৈঠকে বসেছিলেন। তিনি বলেন, ম্যাডাম হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে তিনি চিকিৎসকদের ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন, আগামীকাল (আজ) দুপুরে এই ৭২ ঘণ্টার সময় সীমা শেষ হতে যাচ্ছে, তিনি চিকিৎসকদের আরও নিবিড় পর্যবেক্ষণে থাকবেন।

Comment using Facebook