ভাতিজার হাতে চাচা খুন

0
365

জেলা (প্রতিনিধি) নড়াইল

নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের তালবাড়িয়া গ্রামের মোঃ রেজাউল ইসলাম পটু (৫৪) ভাতিজা ইজাজুলের (২৮)ধারালো অস্ত্রের আঘাতে খুন হন। গতকাল সোমবার (১৩ জুন) দুপুরে শরিকের জমাজমি নিয়ে নিজ বাড়িতে চাচাতো ভাই আপজাল মোল্যার সংগে কথা কাটাকাটি হলে এসময় আফজাল মোল্যার ছেলে ইজাজুল মোল্যা (২৮) ক্ষিপ্ত হয়ে তার হাতে থাকা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। এসময় স্বজনরা আহত পটু মোল্যাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শরিকের জমাজমি নিয়ে আদালতে মামলা চলমান, সেই জমি দখল নিয়ে দুপক্ষের মাঝে কথা কাটাকাটির ফলে এ ঘটনা ঘটে। এঘটনায় লোহাগড়া থানার অফিসার ইনচার্জ শেখ আবু হেনা মিলন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে, পরিবেশ শান্ত।

Comment using Facebook