স্টাফ রিপোর্টার
মহানবী হজরত মুহাম্মদ (সাঃ) ও তাঁর পবিত্রা স্ত্রী মা আয়েশা সিদ্দীকা (রাঃ) সম্পর্কে ভারতের দুই বিজেপি নেতার অবমাননাকর কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে শিল্প শহর নওয়াপাড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ঐতিহ্যবাহী জামিয়া আরাবিয়া মুহিউল ইসলাম পীরবাড়ী মাদরাসা ও এতিমখানার আয়োজনে গতকাল সোমবার বাদ আছর পীরবাড়ী মাদরাসার সামনে যশোর-খুলনা মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের সভাপতিত্ব করেন, পীর সাহেব আলহাজ্ব খাজা রফিকুজ্জামান শাহ্। এসময় বক্তব্য রাখেন পীরবাড়ী মাদরাসার মুহতামিম ও গদ্দীনশীন পীর আলহাজ্ব হাফেজ শাহ্ আব্দুল্লাহ বোখারী। মানববন্ধন শেষে বিশেষ দোয়া পরিচালনা করেন, পীরবাড়ী মাদরাসার প্রধান মুফতি তৈয়্যেব সাহেব। মানববন্ধনে আলহাজ্ব শাহ্ ওলিউজ্জামান সহ পীরবাড়ী মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান উপস্থিত ছিলেন।