যশোর মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্প বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

0
461

স্টাফ রিপোর্টার, যশোর

‘জীবনকে ভালবাসুন, মাদক থেকে দূরে থাকুন’ এ স্লোগানকে সামনে রেখে যশোরে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষে সমন্বিত কর্মপরিকল্পণা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জুন) যশোর কালেক্টরেট সভাকক্ষে জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের আয়োজনে কর্মশালাটি সম্পন্ন হয়। কর্মশালা থেকে প্রস্তাব আনা হয়, ডোপ টেস্ট করে উচ্চ মাধ্যমিকে শিক্ষার্থীদের ভর্তি করতে হবে। স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ধূমপান নিষিদ্ধ করতে হবে। ধূমপান করলে কেউ শিক্ষকতার পেশায় আসতে পারবেন না। সকল স্তরের চাকরিতে প্রবেশের আগে প্রার্থীদের ডোপ টেস্ট করতে হবে। শিক্ষার্থীদের প্রাথমিক স্তর থেকে মাদক বিরোধী চেতনায় সচেতনতা বৃদ্ধি করতে হবে। মাদকের ভয়বহতা সর্ম্পকে আলোকপাত করতে হবে। সেক্ষেত্রে মাদকদ্রব্যের ব্যবহার বন্ধ করা সম্ভব হবে। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবীর। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক হুসাইন শওকতের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক সাইফুজ্জামান পিকুল, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, যশোর সরকারি এম এম কলেজের অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার, জেলা আইনজীবী সমিতির সভাপতি শরীফ নূর মোহাম্মদ আলী রেজা, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক হুমায়ুন কবীর। কর্মশালায় জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বলেন, ‘যুবসমাজ মাদক ব্যবহার না করলে মাদক প্রতিরোধ করা খুবই সহজ। ছেলেমেয়েদের ভাল কাজের জন্য আগ্রহী করে তুলতে হবে। ভাল কাজের মধ্যে থাকলে কেউ সহজে মাদকের সাথে জড়াতে পারবে না। অভিভাবকদের উচিত ছেলেমেয়েদের সাথে বন্ধুর মত মেশা। সব সময় খোঁজ-খবর নেয়া। তাহলে কোন ছেলেমেয়ে ভুল পথে পা রাখতে পারবে না।’

Comment using Facebook