এবাদত-মুস্তাফিজের বোলিং নিয়ে স্বস্তি

0
224

ক্রীড়া ডেস্ক

ওয়েস্ট ইন্ডিজ সফরে একমাত্র প্রস্ত্ততি ম্যাচে বাংলাদেশ দলের প্রস্ত্ততি খুব সুখকর হয়েছে তা বলা যাবে না। ব্যাটিংয়ে ভালো অনুশীলন হয়েছে কয়েক জনের। যেমনটা তামিম ইকবাল সেঞ্চুরি করেছেন, রান পেয়েছেন নাজমুল হোসেন শান্ত ও নুরুল হাসান সোহান। কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে বোলিংয়ে ভালো সময় কেটেছে শুধু এবাদত হোসেন ও মুস্তাফিজুর রহমানের। তাদের বোলিংয়েই অ্যান্টিগায় কিছুটা স্বস্তি পেয়েছে গোটা দল। ডানহাতি এ পেসার ৫১ রানে নিয়েছেন ৩ উইকেট। প্রস্ত্ততি ম্যাচের দ্বিতীয় দিনে বাংলাদেশ ৬৬ ওভার বোলিং করেছিল। উইকেট পেয়েছে ৪টি। রেজাউর রহমান রাজা ৪৭ রানে ১ উইকেট পান। পরদিন ৬ ওভারে ৩৪ রান খরচায় তিন উইকেট পেয়েছেন মুস্তাফিজ। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) প্রেসিডেন্টস একাদশ প্রথম ইনিংসে ৮ উইকেটে ৩৫৯ রান করে ইনিংস ঘোষণা করে। এর আগে ম্যাচের দ্বিতীয় দিনের শুরুতে বাংলাদেশ প্রথম ইনিংস ঘোষণা করেছিল ৭ উইকেটে ৩১০ রান তুলে। ম্যাচটি ড্র হয়েছে। এদিকে ইতোমধ্যে অ্যান্টিগায় বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। অনুশীলন শুরু করেছেন বাঁহাতি এ অলরাউন্ডার।

Comment using Facebook