কোটচাঁদপুরে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

0
158

কোটচাঁদপুর (ঝিনাইদহ) সংবাদদাতা

ঝিনাইদহের কোটচাঁদপুরে প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে উপজেলা পর্যায়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে ও গর্ভনেন্স ইনোভেশন ইউনিটের সহযোগিতায় পরিষদ মিলনায়তনে এই কর্মাশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মনিরা বেগম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি, সহকারি কমিশনার (ভূমি) নিরুপমা রায়, অফিসার ইনচার্জ মঈন উদ্দিন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী। কর্মশালায় উপস্থিত নানা শ্রেণী-পেশার অতিথিবৃন্দ বিভিন্ন গ্রুপে প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে আলোকপাত করেন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শীলা বেগমের সঞ্চলনায় এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খাঁন, চেয়ারম্যান আব্দুল মান্নান, চেয়ারম্যান আব্দুল জলিল বিশ্বাস, চেয়ারম্যান শাহারুজ্জামান সবুজ, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা তানিয়া সুলতানা, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার তাজুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের প্রধান, রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক ও নানা শ্রেণী-পেশার মানুষ।

Comment using Facebook