আজিজুর রহমান, কেশবপুর (যশোর)
আত্মমানবতার সেবায় হাতটি বাড়িয়ে একটি হুইল চেয়ার প্রদান করে জন্ম থেকেই প্রতিবন্ধী শিশু মুস্তাকিম (১২) এর মুখের হাসি ফিরিয়ে দিয়েছেন ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার নেতৃবৃন্দ। সোমবার (১৩জুন) দুপুরে সাগরদাঁড়ি ইউনিয়নের শেখপুরা গ্রামের দিনমজুর মিজানুর রহমান এর ছেলে প্রতিবন্ধী শিশু মুস্তাকিমের বাড়িতে গিয়ে ওই হুইলচেয়ার প্রদান করা হয়। উল্লেখ্য, কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের শেখপুরা গ্রামের দিনমজুর মিজানুর রহমান এর ছেলে মুস্তাকিম হাসান (১২) জন্ম থেকেই প্রতিবন্ধী। শিশু মুস্তাকিমের হাত-পা চিকন ও বাঁকা হওয়ায় হামাগুড়ি দিয়েও চলাফেরা করতে পারেনা, এমনকি হাত দিয়ে মুখে খাবার পর্যন্ত তুলে খেতে পারে না। ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার উদ্দ্যোগে গত বুধবার (২৫ মে) উপজেলার শেখপুরা গ্রামে হতদরিদ্র পরিবারের ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ করতে গেলে দেখা মেলে রাস্তার পাশে একটি চেয়ারে বসে থাকা প্রতিবন্ধী শিশু মুস্তাকিমের। সোমবার (১৩ জুন) দুপুরে শিশু মুস্তকিমের বাড়িতে গিয়ে একটা হুইলচেয়ার প্রদান করা হয়েছে।