দাকোপ সংবাদদাতা
পদ্মা সেতু উদ্বোধন হলে দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের মানুষের জন্য ব্যবসা-বাণিজ্যের নতুন দোয়ার উন্মোচিত হবে এ কথা উল্লেখ করে খুলনা জেলা পরিষদ প্রশাসক, জেলা আওয়ামী লীগের সভাপতি,সাবেক বিরোধী দলীয় হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ শেখ হারুনুর রশিদ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা বর্তমান সরকারের সফল রাষ্ট্র নায়ক প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নে বিশে^ রোল মডেল সৃষ্টি করেছে। তিনি সোমবার বেলা সাড়ে ১২ টায় দাকোপে চালনা পৌরসভার ১৮তম বাজেট ঘোষনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। চালনা পৌরসভা মিলনায়তনে পৌর মেয়র সনত কুমার বিশ^াসের সভাপতি এবং চালনা পৌর আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি মোঃ শিপন ভূঁইয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বাজেট ঘোষনা করেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম। সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তেরখাদা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সরফুদ্দিন বিশ^াস বাচ্চু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের সভাপতি মোঃ কামরুজ্জামান জামাল, দাকোপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ শেখ আবুল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, জেলা আ’লীগ সদস্য শিউলী সরোয়ার, জামিল খান, চালনা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি শেখ শফিকুল ইসলাম আক্কেল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের, জেলা পরিষদের সাবেক সদস্য জয়ন্তী রানী সরদার, উপজেলা কৃষক লীগের সাবেক আহবায়ক শেখ গোলাম হোসেন, জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার জাকির হোসেন প্রমুখ।