পদ্মা সেতু দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ব্যবসা-বাণিজ্যে নতুন দোয়ার উন্মোচিত হবে, শেখ হারুন

0
233

দাকোপ সংবাদদাতা

পদ্মা সেতু উদ্বোধন হলে দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের মানুষের জন্য ব্যবসা-বাণিজ্যের নতুন দোয়ার উন্মোচিত হবে এ কথা উল্লেখ করে খুলনা জেলা পরিষদ প্রশাসক, জেলা আওয়ামী লীগের সভাপতি,সাবেক বিরোধী দলীয় হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ শেখ হারুনুর রশিদ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা বর্তমান সরকারের সফল রাষ্ট্র নায়ক প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নে বিশে^ রোল মডেল সৃষ্টি করেছে। তিনি সোমবার বেলা সাড়ে ১২ টায় দাকোপে চালনা পৌরসভার ১৮তম বাজেট ঘোষনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। চালনা পৌরসভা মিলনায়তনে পৌর মেয়র সনত কুমার বিশ^াসের সভাপতি এবং চালনা পৌর আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি মোঃ শিপন ভূঁইয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বাজেট ঘোষনা করেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম। সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তেরখাদা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সরফুদ্দিন বিশ^াস বাচ্চু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের সভাপতি মোঃ কামরুজ্জামান জামাল, দাকোপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ শেখ আবুল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, জেলা আ’লীগ সদস্য শিউলী সরোয়ার, জামিল খান, চালনা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি শেখ শফিকুল ইসলাম আক্কেল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের, জেলা পরিষদের সাবেক সদস্য জয়ন্তী রানী সরদার, উপজেলা কৃষক লীগের সাবেক আহবায়ক শেখ গোলাম হোসেন, জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার জাকির হোসেন প্রমুখ।

Comment using Facebook